Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি সেবার তালিকা

(১) বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড় সম্পর্কিত তথ্য।

(২) সার সুপারিশের আলোকে তথ্য প্রদান।

(৩) নতুন প্রযুক্তির তথ্য।

(৪) সরকারীভাবে ধান/গম ক্রয়ের তথ্য।

(৫) কৃষি সম্পর্কে আরও বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে।

(৬) বিভিন্ন ফসলের জাত সম্পর্কে তথ্য প্রদান করা হয়।

(৭) কৃষি আবহাওয়া তথ্য দেওয়া হয়.

(৮) কৃষি যন্ত্রপাতি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত তথ্য দেওয়া হয়।

(৯) সরকারী ভর্তুকি সুযোগ সম্পর্কে তথ্য দেওয়া হয়.

(১০) সরকারীভাবে কৃষি প্রণোদনা ও পূর্নবাসন এর সেবা প্রদান করা হয়।

(১১) সরকারীভাবে বিভিন্ন ফসলের প্রর্দশনীর সেবা প্রদান করা হয়।

(১২) মাঠ পরিদর্শন ক রে সেবা প্রদান করা হয়।

(১৩) ইউপিতে FIAC সেন্টারে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

(১৪) সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত মাঠ পরিদর্শন এবং ৩ টা হতে ৫ টা পর্যন্ত PIAC কৃষক পরামর্শ দেওয়া হয়।

(১৫) কৃষি যন্ত্রপাতি ইউপিতে সংরক্ষিত মেশিন বিনা পয়সায় কৃষককে ব্যবহারের জন্য দেওয়া হয়।

(১৬) কৃষি আবহাওয়ার তথ্যের আলোকে কৃষি বিষয়ক সেবা প্রদান করা হয়।