Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার ঃ

 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

দুবলহাটী-শৈলগাছী-শিকারপুর ইউনিয়ন ভূমি অফিস

নওগাঁ সদর,নওগাঁ ।

সিটিজেন চার্টার

সেবর ধরণ

সেবা প্রাপ্তীর জন্য অনুসরনীয় পদ্ধতি

প্রয়োজনীয় ফি ও নির্ধারিত ন্যূনতম/সর্বোচ্চ সময়সীমা

সেবা প্রদানের জন্য দায়িত্ব প্রাপ্ত কমমর্তা/কমচারীর পদবী

নির্ধারিত সময়ে সেবা না পেলে কি করনীয়

ভূমি উন্নয়ন কর পরিশোধ

ইউনিয়ন ভূমি অফিসে ভূমি মালিকগণ তাদের জমি ব্যবহারের ভিত্তিতে সরকার কর্তৃক নির্ধারিত হারে দাখিলার মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন ।

ভূমি উন্নয়ন করের হার নিম্নে প্রদত্ত হলো ।

ইউনিয়ন ভূমি সহকারী কমকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কমকর্তা

সহকারী কমিশনার (ভূমি)এর নিকট আবেদন করা যেতে পারে ।

সরকারী খাস অর্পিত সম্পত্তি ক্ষতিশাধন বিষয়ে আপত্তি

সরকারী খাস ও অর্পিত সম্পত্তি অবৈধ ভাবে দখল,সাহারনের ব্যবহায বাধা প্রদান/বিঘ্নের সৃষ্টি বা ক্ষতি সাধন ও আত্নঘাৎ করলে তা প্রতিকারের জন্য সহকারী কমিশনার (ভূমি)এর নিকট আপত্তি দাখিল করা যাবে ।

আবেদনের সাথে৫/-টাকার কোট ফি দিতে হাবে ।

ইউনিয়ন ভূমি সহকারী কমকর্মা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কমকর্মা

সহকারী কমিশনার (ভূমি)এর নিকট আবেদন করা যেতে পারে ।

ভূমি সংক্রান্ত পরামশ

ভূমি সংক্রান্ত যেকোন জটিলতা,

সৃষ্টি গলে সংশ্লিষ্ট কাগজ পত্র সহ সহকারী কমিশনার (ভূমি)/কানুনগো/ইউনিয়ন ভূমি সহকারী কমকর্তার নিকট উপস্থিত হলে তিনি মৌখিক পরামশ দিবেন ।

কোন ফি লাগবে না ।

সহকারী কমিশনার (ভূমি)/কানুনগো/ইউনিয়ন ভূমি  সহকারী কমকর্তা

 উপজেলা নির্বাহী অফিসার

নাকজারী/

জমা খারিজ

অর্জিত সম্পত্তির সংশ্লিষ্ট জাবেদা নকল/ফটোকপি ও প্রযোজা ক্ষেতে ওয়ারিশনে সনদসহ আর,এস রেকর্ডের জাবেদা নকল সংযুক্ত করে মৌজার নাম,

খঃ নং দাগ নং ও জমির পরিমাণ উল্লেখ করে আবেদন করতে হবে ।

আবেদনের সাথে ৫/-টাকার কোট ফি । খারিজ ফি ২২৭/-টাকা সময়-৩০ দিন

সহকারী কমিশনার (ভূমি)ও ইউনিয়ন ভূমি সহকারী কমকর্তা

উপজেলা নির্বাহী অফিসার ,

নওগাঁ সদর বরাবর আবেদন করা যেতে পারে

সার্টিফিকেট মোকার্দ্দমা

সকল ভুমি মালিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অবহিত করানো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধে ব্যথ হলে রাজস্ব সার্টিফিকেট রুজু করানো ।

 

সহকারী কমিশনার (ভূমি)ও ইউনিয়ন ভূমি সহকারী কমকর্তা

উপজেলা নির্বাহী অফিসার,নওগাঁ সদর,নওগাঁ ।